
দ্যা ডেইলি নিউজ / ID/07 06 2020/TDNB/00068
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৭৪৩ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।
নমুনা পরীক্ষা
আজ ৭ জুন, ২০২০ দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ল্যাবে ১৩,১৩৬ টি নমুনা পরীক্ষায় ২,৭৪৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,৭৬৯ জনে।
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৭,৯৮৭ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৮ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৩,৯০৩ জন।
মৃত্যুর বিশ্লেষণঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৮ জন ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে, ছাড় পেয়েছে ২৩০ জন, এপর্যন্ত ৪,১৭৫ । বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৭,৩৯৯ জন।
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৭৫ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ৩০১,১৯৭ এবং ছাড় পেয়েছে করেনটাইন ২,৫৭৬ জন, মোট ২৪৫,৫০১ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৫৫,৬৯৬ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩৩ এ পর্যন্ত মোট ৭০৯,৫৯৩ জন স্ক্রিনিং করা হয়েছে