
দ্যা ডেইলি নিউজ / ID/08 06 2020/TDNB/00069
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৭৩৫ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।
নমুনা পরীক্ষা
আজ ৮ জুন, ২০২০ দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ল্যাবে ১২,৯৪৪ টি নমুনা পরীক্ষায় ২,৭৩৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৫০৪ জনে।
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১০,৭৪৬ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৭ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৪,৫৬০ জন।
মৃত্যুর বিশ্লেষণঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জন ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে, ছাড় পেয়েছে ১৪৪ জন, এপর্যন্ত ৪,৩১৯ । বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৭,৫৫২ জন।
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,২২৮ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ৩০৩,০২৭ এবং ছাড় পেয়েছে করেনটাইন ১,৮৫২ জন, মোট ২৪৭,৩৫৩ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৫৬,০৭২ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪৫ এ পর্যন্ত মোট ৭১১,৬০৭ জন স্ক্রিনিং করা হয়েছে