
দ্যা ডেইলি নিউজ / ID/09 06 2020/TDNB/00070
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,১৭১ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
নমুনা পরীক্ষা
আজ ৯ জুন, ২০২০ দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ল্যাবে ১৪,৬৬৮ টি নমুনা পরীক্ষায় ৩,১৭১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১,৬৭৫ জনে।
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৫,৪১৪ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭৭ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৫,৩৩৭ জন।
মৃত্যুর বিশ্লেষণঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জন ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে, ছাড় পেয়েছে২১৬ জন, এপর্যন্ত ৪৫৩৫ । বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৭,৮৯৩
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৬০২ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ৩০৬,০২৭ এবং ছাড় পেয়েছে করেনটাইন ২০৩৬ জন, মোট ২৪৯,৩৮৯ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৫৬,৬৩৮ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৩৯ এ পর্যন্ত মোট ৭১১,৬০৭ জন স্ক্রিনিং করা হয়েছে