
দ্যা ডেইলি নিউজ / ID/30 05 2020/TDNB/0057 | 3:04:17 PM
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৬৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৬০৮ জনে। তবে একই সময়ে একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে।
নমুনা পরীক্ষা
শনিবার (৩০ মে, ২০২০) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ১০৪৪৩টি এবং ৫০টি ল্যাবে ৯৯৮৭টি নমুনা পরীক্ষায় ১৭৬৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৬০৮ জন।
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯৭,০৫৪ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৭ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৯,৩৭৫ জন যা মোট আক্রান্তের বিবেচনায় ২১.০২% ।
মৃত্যুর বিশ্লেষণঃ
গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জন যা মোট আক্রান্তের বিবেচনায় ১.৩৭% । ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুর ১ জন, ও সিলেট ২ জন মারা গেছে ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৯ জনকে আইসোলেশনে আনা হয়েছে, ছাড় পেয়েছে ৮০ জন, এপর্যন্ত ২,৮৯০। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫,৫২৯ জন।
চিকিৎসা ব্যবস্থাঃ
মোট আইসোলেশন শয্যা ১৩২৮৪ টি, – ঢাকা মহানগরীতে ৭২৫০ টি, ঢাকার বাহিরে ৬০৩৪ টি। আইসিইউ ৩৯৯ টি, ডায়ালাইসিস ১০৬ টি। এছাড়া আরও কিছুর (৭০০টি শয্যা) প্রস্তুতি চলছে, গত ২৪ ঘণ্টায় যা অপরিবর্তিত ।
সারাদেশে প্রাতিষ্ঠানিক করেনটাইন এর জন্য ৬২৯ টি প্রতিষ্ঠান যেখানে ৩১৯৯১ জনকে সেবা প্রদান করা যাবে, গত ২৪ ঘণ্টায় যা অপরিবর্তিত ।
বেসরকারিভাবে, এ পর্যন্ত ১৭ টি প্রাতিষ্ঠানিকে আরটি-পিসিআর পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। ঢাকায় ১৪ টি প্রতিষ্ঠান, চট্রগ্রামে ২ টি এবং বগুরায় ১ টি, যা অপরিবর্তিত ।
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,২২০ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ২৮২,২২৫, এবং ছাড় পেয়েছে করেনটাইন ২,২১৯ জন, মোট ২২১,৯৪৯ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৬০,২৭৬ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০১, এ পর্যন্ত মোট ৭০০,৪১১ জন স্ক্রিনিং করা হয়েছে |