
দ্যা ডেইলি নিউজ / ID/11 06 2020/TDNB/00072
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,১87 জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
নমুনা পরীক্ষা
আজ ১1 জুন, ২০২০ দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ল্যাবে ১৫,৭৭২ টি নমুনা পরীক্ষায় ৩,১৮৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮,০৫২ জনে।
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫৭,১৫১ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৮ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৬,৭৪৮ জন।
মৃত্যুর বিশ্লেষণঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪৯ জন ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭১ জনকে আইসোলেশনে আনা হয়েছে, ছাড় পেয়েছে ১৫৫ জন, এপর্যন্ত ৪৮৭৩ । বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪৮৭৩
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,১৩১ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ৩১২,৩৪৪ এবং ছাড় পেয়েছে করেনটাইন ১,৮৭৩ জন, মোট ২৫৩,৩৪৪ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৫৮,৯৯৯ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৮০ এ পর্যন্ত মোট ৭১৩,৯৫৮ জন স্ক্রিনিং করা হয়েছে