
দ্যা ডেইলি নিউজ / ID/12 06 2020/TDNB/00075
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে একদিনে সর্বোচ্চ ৩,৪৭১ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে।
![]() |
নমুনা পরীক্ষা
আজ ১২ জুন, ২০২০ দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ল্যাবে ১৫,৯৯০ টি নমুনা পরীক্ষায় ৩,৪৭১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,১৫২৩ জনে।
![]() |
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭৩,৩২২ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০২ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৭,২৫০ জন, যা মোট আক্রান্তের ২১.২%।
এখনো ৬৩,১৭৮ জন চিকিৎসাধীন নিচ্ছেন।
মৃত্যুরঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৯৫ জন ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৬ জনকে আইসোলেশনে আনা হয়েছে,মোট ১৪০৭৩ জন এবং ছাড় পেয়েছে ১৮৮ জন, এপর্যন্ত ৫,০৬১ । বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৯,০১২ জন।
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৮৮৮ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ৩১৫,২৬২ এবং ছাড় পেয়েছে করেনটাইন ২,০৩৪ জন, মোট ২৫৫,৩৭৯ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৫৯,৮৫৩ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৫৭৬ এ পর্যন্ত মোট ৭১৫,৫৩৪ জন স্ক্রিনিং করা হয়েছে