
দ্যা ডেইলি নিউজ / ID/14 06 2020/TDNB/00082
মোট | আক্রান্ত ৮৭,৫২০ জন | বর্তমান রোগী ৬৭,৬১৮ | সুস্থ ১৮,৭৩১ | মৃত্যু ১,১৭১ | আইসোলেসনে ৯,৭৫৮ জন
স্বাস্থ্য সেবা অধিদফতর আজ ১৪ জুন জানায়, করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৩২ জন মারা গেছে এবং নতুন করে একদিনে সর্বোচ্চ ৩,১৪১ জন আক্রান্ত হয়েছেন ।
বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৮৭,৫২০ জন আক্রান্ত হয়েছেন
ডিজিএইচএসের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন, মোট মৃতের সংখ্যা এখন ১,১৭১ এবং মৃত্যুর হার ১.৩৪%।
ডাঃ নাসিমা বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে ৫৯ টি ল্যাবটিতে ১৪,৫০৫ টি নমুনা সহ মোট ৫,০৪,৪৬৫ টি পরীক্ষা করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০৩ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১৮,৭৩১ জন, যা মোট আক্রান্তের ২১.৪০%।
এখনো ৬৭,৬১৮ জন চিকিৎসাধীন নিচ্ছেন। এর মধ্যে আইসোলেসনে রয়েছেন ৯,৭৫৮ জন ।
তবে, সারাদেশে আরও আইসোলেসনের জন্য সেবা দেওয়া যাবে মোট ২২,২৩৩ জনকে ।
চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে যে তারা শনিবার চীনের মূল ভূখণ্ডে ৫৭ জন নতুন নিশ্চিত কভিড-১৯ আক্রান্তের রিপোর্ট করেছে, যার মধ্যে ৩৮ টি স্থানীয় সংক্রমণ ছিল । মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩,১৩২
তবে, কোনও নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতের সংখ্যা ৪,৬৩৪ জন রয়েছে ।
এদিকে, ভারতে রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯২৯ জন। এখনও পর্যন্ত এক দিনে এত মানুষ করোনায় আক্রান্ত হননি। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ২০ হাজার ৯২২। পাশাপাশি এই নিয়ে পর পর দু’দিন ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন। রবিবারের সংখ্যাটা প্রায় ১২ হাজারের কাছাকাছি।
![]() |
![]() |
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৯১৯৫। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃতের সংখ্যা ৩৮৩০। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাত, মৃত্যু হয়েছে ১৪৪৮ জনের। দিল্লিতে মৃতের সংখ্যা ১২৭১।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবারই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। নতুন করে কড়া লকডাউনের জল্পনাও ছড়িয়েছে। তার মধ্যেই ফের দেশে করোনা সংক্রমণে ফের নয়া নজির।
সারাবিশ্বে কভিড-১৯
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছি ৭৮,৯১,২৮১ জনে।
সব মিলিয়ে এপর্যন্ত মোট ৪০,৫২,৮৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।
এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৩২,৭৪৫ জনের।
এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৪,০৫,৬৫৮ জন চিকিৎসাধীন অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাইরাসটি বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতিকে “মহামারি” ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আক্রান্তের সংখ্যা ৭৮,৯১,২৮১ জন | রোগীর সংখ্যা ৩৪,০৫,৬৫৮ | মোট সুস্থ ৪০,৫২,৮৭৮ | মোট মৃত্যু ৪,৩২,৭৪৫ | আক্রান্ত দেশ ২১৫ টি