
দ্যা ডেইলি নিউজ / ID/15 06 2020/TDNB/00086
মোট | আক্রান্ত ৯০,৬১৯ জন | বর্তমান রোগী ৫৫,৩৮৩ | সুস্থ ৩৪,০২৭ | মৃত্যু ১,২০৯ | আইসোলেসনে ১০,০২৬ জন
স্বাস্থ্য সেবা অধিদফতর আজ ১৫ জুন জানায়, করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৩৮ জন মারা গেছে এবং নতুন করে ৩০৯৯ জন আক্রান্ত হয়েছেন ।
বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৯০,৬১৯ জন আক্রান্ত হয়েছেন ।
ডিজিএইচএসের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন, মোট মৃতের সংখ্যা এখন ১,২০৯ ।
ডাঃ নাসিমা বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে ৫ টি ল্যাবটিতে ১৫,০৩৮ টি নমুনা সহ মোট ৫১৯,৫০৩ টি পরীক্ষা করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫,২৯৬ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩৪,০২৭ জন।
এখনো ৫৫,৩৮৩ জন চিকিৎসাধীন নিচ্ছেন। এর মধ্যে আইসোলেসনে রয়েছেন ১০,০২৬ জন ।
সারাবিশ্বে কভিড-১৯ : এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে
আক্রান্তের সংখ্যা ৮০,০৮,৭৮৭ জন | রোগীর সংখ্যা ৩৪,৩৭,৩৯৯ জন | মোট সুস্থ ৪১,৩৫,৫২৩ জন | মোট মৃত্যু ৪,৩৫,৮৬৫ জন | আক্রান্ত দেশ ২১৫ টি