
দ্যা ডেইলি নিউজ / ID/16 06 2020/TDNB/00091
মোট | আক্রান্ত ৯৪,৪৮১ জন | বর্তমান রোগী ৫৬,৯৫৫ | সুস্থ ৩৬,২১৪ | মৃত্যু ১,২৬২ | আইসোলেসনে ১০,৩০২ জন
স্বাস্থ্য সেবা অধিদফতর আজ ১৬ জুন,২০২০ জানায়, করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে সর্বোচ্চ ৫৩ জন মারা গেছে এবং নতুন করে ৩৮৬২জন আক্রান্ত হয়েছেন ।
বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৯৪,৪৮১ জন আক্রান্ত হয়েছেন ।
ডিজিএইচএসের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন, মোট মৃতের সংখ্যা এখন ১,২৬২ ।
ডাঃ নাসিমা বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে ৬১ টি ল্যাবটিতে ১৭,২১৪ টি নমুনা সহ মোট ৫৩৬,৯১৭ টি পরীক্ষা করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,২৩৭ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩৬,২১৪ জন, যা ৩৮.৩৮% ।
এখনো ৫৬,৯৫৫ জন চিকিৎসাধীন নিচ্ছেন। এর মধ্যে আইসোলেসনে রয়েছেন ১০,৩০২ জন ।
সারাবিশ্বে কভিড-১৯ : এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে
আক্রান্তের সংখ্যা ৮১,৩১,১২৮ জন | রোগীর সংখ্যা ৩৪,৪৬,৭৯৫ জন | মোট সুস্থ ৪২,৪৪,৮৭৪ জন | মোট মৃত্যু ৪,৩৯,৪৫৯ জন | আক্রান্ত দেশ ২১৫ টি