
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৫৫ জন মারা গেছে এবং নতুন করে ২ হাজার ৭৩৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন গত ২৪ ঘণ্টায় দেশের ৭৩ টি পরীক্ষাগারের মধ্যে ৬৮ টিতে ১৩ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৪৯ হাজার ০৬২টি ।
নতুন করে ২ হাজার ৭৩৮ জনসহ দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬২,৪১৭ ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ১৯০৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৭২ হাজার ৬২৫ জনে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৫৫ জনসহ মোট মৃতের সংখ্যা এখন ২,০৫২ ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ, মৃত্যু হার ১.২৬ শতাংশ।
নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী।
সময় | পুরুষ | নারী |
২৪ ঘণ্টায় | ৩৭ | ১৮ |
মোট | ১৬২৪ | ৪২৮ |
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪১ জনের এবং বাড়িতে থাকা অবস্থায ১৪ জনের মৃত্যু হয়েছে।
এই ৫৫ জনের মধ্যে ১২ জনের বয়স ছিল ৭০ বছরের বেশি, একজনের বয়স ছিল ১০ বছরের কম। এছাড়া ৯ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।
বয়স বিবেচনায় মৃত্যু | ২৪ ঘণ্টায় | ৫৫ জন | মোট | ২০৫২ জন | শতকরা |
১০ বছরের নিচে | ১ | ১৩ | ০.৬৩% |
১১ থেকে ২০ বছরের মধ্যে | ০ | ২৪ | ১.১৭% |
২১ থেকে ৩০ বছরের মধ্যে | ০ | ৭০ | ৩.৪১% |
৩১ থেকে ৪০ বছরের মধ্যে | ৩ | ১৫১ | ৭.৩৬% |
৪১ থেকে ৫০ বছরের মধ্যে | ১৭ | ৩১১ | ১৫.১৬% |
৫১ থেকে ৬০ বছরের মধ্যে | ১৩ | ৫৮০ | ২৮.৯০% |
৬০ বছর + | ২১ | ৮৯০ | ৪৩.৩৭% |
বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬০ বছরের উপরে যাদের বয়স।
তাদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, ১৩ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের, ২ জন সিলেট বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৮ জন রংপুর বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
বিভাগ | ২৪ ঘণ্টায় | ৫৫ জন | মোট | ২০৫২ জন | শতকরা |
ঢাকা | ১৯ | ১০৬০ | ৫১.৬৬% |
চট্টগ্রাম | ১৩ | ৫৩৪ | ২৬.০২% |
রাজশাহী | ১ | ১০২ | ৪.৯৭% |
খুলনা | ৬ | ৮৮ | ৪.২৯% |
রংপুর | ৮ | ৬১ | ২.৯৭% |
ময়মনসিংহ | ১ | ৪৯ | ২.৩৯% |
সিলেট | ২ | ৮৬ | ৪.১৯% |
বরিশাল | ৬ | ৭২ | ৩.৫১% |
তাদের মধ্যে এক হাজার ৬০ জন ঢাকা বিভাগে, ৫৩৪ জন চট্টগ্রাম বিভাগের, ১০২ জন রাজশাহী বিভাগের, ৮৬ জন সিলেট বিভাগের, ৬১ জন রংপুর বিভাগের, ৮৮ জন খুলনা বিভাগের, ৭২ জন বরিশাল বিভাগের এবং ৪৯ জন ময়মনসিংহ বিভাগের।
২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪৪৯জন ও ছাড় পেয়েছেন ৪৮৩ জন । এ নিয়ে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৬৪৪৯ জন ।
২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২৮৮৭ জন ও ছাড় পেয়েছেন ২৫৩৫ জন । তবে, কোয়ারেন্টিনে আছেন ৬৪,৫০২ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার দুপুর পর্যন্ত বিশ্বে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৪৬৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ৩১ হাজার ৫৬ জন।