
দ্যা ডেইলি নিউজ | চট্টগ্রাম : বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর এক গ্রুপের অন্তত ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন৷
জেএসএস এখন মূল এবং সংস্কারপন্থি – এই দুই গ্রুপে বিভক্ত৷ হামলায় জেএসএস সংস্কার-এর সভাপতিসহ ওই গ্রুপের ছয় সদস্য নিহত হয়েছেন৷ আরো দুইজন আহত হয়েছেন৷
নিহতরা হলেন: জেএসএস সংস্কার-এর জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা৷ গুলিবিদ্ধ দু’জন হলেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা৷
সংঘর্ষের কারণ জানা যায়নি৷ বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি৷”