
দ্যা ডেইলি নিউজ |কোভিড-১৯ : করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৩৭ জন মারা গেছে এবং নতুন করে ২ হাজার ৯৪৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছ ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন গত ২৪ ঘণ্টায় দেশের ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে আরটিপিসিআর ল্যাব চালু হওয়ায় দেশে এখন ৭৭টি গবেষণাগারে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে, যেখানে সরকারী বাবস্থাপনায় ৪৭ টি ও বেসরকারী বাবস্থাপনায় ৩০ টি ।
নতুন করে আলোক হেলথ কেয়ার লিঃ কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে ।
এসব পরীক্ষাগারে গত এক দিনে ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে; এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৯ লাখ ১৮ হাজার ২৭২টি নমুনা।
২ হাজার ৯৪৯ জনের ধরা পড়েছে, দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে।
আইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৮৬ হাজার ৪০৬ জনে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৩৭ জনসহ মোট মৃতের সংখ্যা এখন ২,২৭৫ ।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের এবং বাড়িতে থাকা অবস্থায ১৪ জনের মৃত্যু হয়েছে।
নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৮ জন নারী। পর্যন্ত ১৭৯৯জন পুরুষ এবং ৪৭৬ জন নারী।
২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে সাধারন বেডে চিকিৎসাধীন আছেন ৪৩৬১ জন এবং আইসিইউ বেডে চিকিৎসাধীন আছেন ২২৬ জন ।
২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৯৩জন ও ছাড় পেয়েছেন ৭৬৮ জন । এ নিয়ে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৭,১৯২ জন ।
২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২,৬০০ জন ও ছাড় পেয়েছেন ১৭৬৮ জন । তবে, কোয়ারেন্টিনে আছেন ৬৩,৫৩৭ জন।