
দ্যা ডেইলি নিউজ |কোভিড–১৯: করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৩৯ জন মারা গেছে, এ পর্যন্ত ২,৩৫২ জন ।
এদিকে নতুন করে আরও ৩ হাজার ০৯৯ জনের মধ্যে সংক্রমিত হওয়ায়, দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে এ তথ্য দেন ।
দেশে এখন ৭৭টি গবেষণাগারে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ব্যবস্থা হয়েছে, যেখানে সরকারী বাবস্থাপনায় ৪৭ টি ও বেসরকারী বাবস্থাপনায় ৩০ টি ।
এসব পরীক্ষাগারে গত এক দিনে ১২ হাজার ৪২৩ টি নমুনা পরীক্ষা হয়েছে; এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি নমুনা।
আইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৭০৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায় তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৯৮ হাজার ৩১৭ জনে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনভাইরাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬ জনের এবং বাড়িতে থাকা অবস্থায ৩ জনের মৃত্যু হয়েছে।
নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৯ জন নারী। পর্যন্ত ১৮৯০ জন পুরুষ এবং ৫০১ জন নারী।
২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে সাধারন বেডে ৪২৫৪ জন, আইসিইউ বেডে ১৮৬ চিকিৎসাধীন আছেন ২১০ জন ।
যার মধ্যে মোট ১৪,৬৬৪ সাধারন বেডের ও আইসিইউ ৩৭৬ টির মধ্যে ঢাকায় ৬৩০৫ টি, চট্টগ্রামে ৬৫৭ টি ও বাকী ৭৭০৭ টি দেশে অনন্য এলাকায় রয়েছে ।
যার মধ্যে মোট আইসিইউ ৩৭৬ টির মধ্যে ঢাকায় ১৪২ টি, চট্টগ্রামে ৩৯ টি ও বাকী ১৯৩ টি দেশে অনন্য এলাকায় রয়েছে ।
২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৬৫জন ও ছাড় পেয়েছেন ৭১৩ জন । এ নিয়ে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৭,৩৭১ জন ।
২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২,৪০১ জন ও ছাড় পেয়েছেন ৩২৭৩ জন । তবে, কোয়ারেন্টিনে আছেন ৬২,২১১ জন।
বিশ্বে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৯৮৩ জনের। আক্রান্ত ১ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৩৩১। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ লক্ষ ০৫ হাজার ০৫৩ জন।