
দ্যা ডেইলি নিউজ |কোভিড–১৯: সারাদেশে হাসপাতালের সাধারন বেডে ৪১৬৭ জন, আইসিইউ বেডে চিকিৎসাধীন আছেন ১৮৬ জন ।
সারাদেশে এখনো সাধারন বেড ১০৪৫৭ টি, আইসিইউ বেড ১৮৮ টি খালি রয়েছে ।
ঢাকায় হাসপাতালের সাধারন বেডে ২০৫১ জন, আইসিইউ বেডে চিকিৎসাধীন আছেন ৮৭ জন । এখনো সাধারন বেড ৪২৫৪ টি, আইসিইউ বেড ৫৫ টি খালি রয়েছে ।
চট্টগ্রামে হাসপাতালের সাধারন বেডে ৩১১ জন, আইসিইউ বেডে চিকিৎসাধীন আছেন ১৯ জন । এখনো সাধারন বেড ৩৪৬ টি, আইসিইউ বেড ২০ টি খালি রয়েছে ।
এছাড়া দেশের অন্যান্য বিভাগের হাসপাতালের সাধারন বেডে ১৮০৫ জন, আইসিইউ বেডে চিকিৎসাধীন আছেন ৮০ জন । এখনো সাধারন বেড ৫৮৯৭ টি, আইসিইউ বেড ১০৩ টি খালি রয়েছে ।
সারাদেশে মোট ১৪,৬৬৪ টির সাধারন বেডের মধ্যে ঢাকায় ৬৩০৫ টি, চট্টগ্রামে ৬৫৭ টি ও বাকী ৭৭০২ টি দেশে অনন্য এলাকায় রয়েছে ।
এদিকে দেশে মোট আইসিইউ ৩৭৬ টির মধ্যে ঢাকায় ১৪২ টি, চট্টগ্রামে ৩৯ টি ও বাকী ১৯৩ টি দেশে অনন্য এলাকায় রয়েছে ।
করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৩৯ জন মারা গেছে, এ পর্যন্ত ২,৩৫২ জন ।
এদিকে নতুন করে আরও ৩ হাজার ০৯৯ জনের মধ্যে সংক্রমিত হওয়ায়, দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে এ তথ্য দেন ।