
দ্যা ডেইলি নিউজ / ID/03 06 2020/TDNB/00064
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৯৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,১৪০ জনে। তবে একই সময়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
নমুনা পরীক্ষা
বুধবার (৩ জুন, ২০২০) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ল্যাবে ১২,৫১০টি নমুনা পরীক্ষায় ২,৬৯৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,১৪০ জনে।
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪৫,৩৯৮ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭০ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১১,৫৯০ জন।
মৃত্যুর বিশ্লেষণঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৬ জন ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪৯ জনকে আইসোলেশনে আনা হয়েছে, ছাড় পেয়েছে ২২২ জন, এপর্যন্ত ৩,২৩৮। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৬,০২১ জন।
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪২৮ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ২৯২,৮১৩ এবং ছাড় পেয়েছে করেনটাইন ৩,১৪৫ জন, মোট ২৩৪,৯৮৫ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৫৭,৮২৮ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০০ এ পর্যন্ত মোট ৭০৪,৫৪০ জন স্ক্রিনিং করা হয়েছে