
Read Time:2 Minute, 44 Second
ID – 17 05 202_TDNB_001 |
রবিবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এতথ্য জানানো হয়
![]() |
দেশে শনিবার (১৬ মে) থেকে রবিবার (১৭ মে) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,২৭৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৪জন।
ফলে এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২২,২৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।
ফলে এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২২,২৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।
মারা যাওয়া ১৪জনের মধ্যে ১৩জন পুরুষ ও একজন নারী। এছাড়া এদেরমধ্যে ১৩জন হাসপাতাল ও একজন বাড়িতে মারা যান।
রবিবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৮,৫৭৪টি নমুনা সংগ্রহ এবং ৮,১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
একইসাথে, সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন উঠেছেন আরও ২৫৬ জন। সব মিলিয়ে এপর্যন্ত মোট ৪,৩৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।
এদিকে, রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছি ৪৭ লাখ ২০ হাজার ১৯৬ জনে।
এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২২০ জনের। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৪ হাজার ৮২৭ জন আশঙ্কাজনক অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২২০ জনের। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৪ হাজার ৮২৭ জন আশঙ্কাজনক অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাইরাসটি বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতিকে “মহামারি” ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতিকে “মহামারি” ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য বুলেটিন (১৭-০৫-২০২০)