
দ্যা ডেইলি নিউজ / ID/04 06 2020/TDNB/00065
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪২৩ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
নমুনা পরীক্ষা
আজ ৪ জুন, ২০২০ দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৩টি ল্যাবে ১২,৬৯৪টি নমুনা পরীক্ষায় ২,৪২৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭,৫৬৩ জনে।
এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪৫,৩৯৮ টি।
সুস্থঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭১ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১২,১৬১ জন।
মৃত্যুর বিশ্লেষণঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮১ জন ।
আইসোলেশনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৬ জনকে আইসোলেশনে আনা হয়েছে, ছাড় পেয়েছে ১৩০ জন, এপর্যন্ত ৩,৬৭৪ । বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৬,৭৫৪ জন।
করেনটাইনঃ
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৭৫ জনকে করেনটাইন আনা হয়েছে, এ পর্যন্ত মোট ২৯৫,১৮৮ এবং ছাড় পেয়েছে করেনটাইন ২,৬৩৪ জন, মোট ২৩৭,৬১৯ এবং বর্তমানে করেনটাইন রয়েছেন ৫৭,৫৬৯ জন।
স্ক্রিনিংঃ
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২৪ এ পর্যন্ত মোট ৭০৫,৪৮৪ জন স্ক্রিনিং করা হয়েছে