
Read Time:1 Minute, 9 Second
দ্যা ডেইলি নিউজ | এন্টারটেইনমেন্ট ডেস্ক: এফডিসি- চলচ্চিত্রের আঁতুড় ঘর। আজ করুণ, চারিদিকে যেন হাহাকার। জমজমাট আঙিনাগুলো আজ জনমানবহীন। করোনা মহামারীর কারণে আজ মানুষ গৃহে অন্তরীন, হারিয়ে ফেলছে মনোবল, ভুগছে অনিশ্চিত ভবিষ্যতের আশংকায়। করোনাভাইরাসের কারণে এমনিতেই শুটিং বন্ধ ছিলো দুমাসের অধিক সময় ধরে। কিন্তু শুটিংয়ের অনুমতি দেওয়ার পরও প্রাণ ফিরে পায়নি এফডিসি। গেইট থেকে শুরু করে মান্না ডিজিটাল পর্যন্ত ১০টি ফ্লোরের সব কয়টিতেই শূন্যতা, চাপা হাহাকার। ফ্লোর গুলি সব শুটিংবিহীন, তালাবদ্ধ। কোন ফ্লোরেই নেই সিনেমা, বিজ্ঞাপন বা টিভি অনুষ্ঠানের শুটিং। |
এফডিসির বর্তমান সার্বিক পরিস্থিতি…
[meta_gallery_slider id=”3199″]