
দ্যা ডেইলি নিউজ / ID/19 06 2020/TDNB/000116
মোট | আক্রান্ত ১০৮,৭৭৫ জন | বর্তমান রোগী ৬৩,৩৫৭ | সুস্থ ৪৩,৯৯৩ | মৃত্যু ১,৪২৫ | আইসোলেসনে ১১,৯১৫ জন
স্বাস্থ্য সেবা অধিদফতর আজ ২০ জুন,২০২০ জানায়, করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে নতুন করে ৩২৪০ জন আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ৩৭ জন মারা গেছে । ফলে বাংলাদেশে এখন পর্যন্ত মোট ১০৮,৭৭৫ জন আক্রান্ত হয়েছেন ।
ডিজিএইচএসের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন, মোট মৃতের সংখ্যা এখন ১,৪২৫ ।
ডাঃ নাসিমা বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে সারা দেশে ৫৯ টি ল্যাবটিতে ১৪,০৩১ টি নমুনা সহ মোট ৫৯৯,৫৭৯ টি পরীক্ষা করা হয়েছে ।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,০৪৮ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪৩,৯৯৩ জন ।
এখনো ৬৩,৩৫৭ জন চিকিৎসাধীন নিচ্ছেন। এর মধ্যে আইসোলেসনে রয়েছেন ৪৩,৯৯৩ জন ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ২৮ দিন পর ৬ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়ায়, ১৪ এপ্রিল ছাড়ায় এক হাজার। ১০ হাজার ছাড়ায় গত ৪ মে, ২০ হাজার ১৫ মে এবং পঞ্চাশ হাজার ছাড়ায় গত ২ জুন। এরপরের পঞ্চাশ হাজার ছাড়িয়েছে মাত্র ১৬ দিনেই। ফলে গত ১৮ই জুন বাংলাদেশে ১ লাখের উপরে ছড়িয়েছে, ১০২,২৯২ জন আক্রান্ত হয় ।
সারাবিশ্বে কভিড-১৯
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছি ৮,৭৬৭,৯৯১ জনে।
সব মিলিয়ে এপর্যন্ত মোট ৪,৬২৯,০০১ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।
এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৬২,৭১৫ জনের।
এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩,৬৭৬,২৭৫ জন চিকিৎসাধীন অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাইরাসটি বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতিকে “মহামারি” ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আক্রান্তের সংখ্যা ৮,৭৬৭,৯৯১ জন | রোগীর সংখ্যা ৩,৬৭৬,২৭৫ | মোট সুস্থ ৪,৬২৯,০০১ | মোট মৃত্যু ৪,৬২,৭১৫ | আক্রান্ত দেশ ২১৫ টি
ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক, দেশে মোট আক্রান্ত চার লক্ষ ছুঁইছুঁই
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে এক দিনে এত মানুষ এর আগে সংক্রমিত হননি।
এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিডে আক্রান্ত হলেন তিন লক্ষ ৯৫ হাজার ৪৮ জন। এর মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত— এই চারটি রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের বেশি।
আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১২ হাজার ৯৪৮ জনের।
