
ডেইলি নিউজ / ID/24 06 2020/TDNB/000145
সারা বিশ্বে এখন করোনার বলি ৪ লক্ষ ৭৭ হাজার ১১৭। আর মোট করোনা আক্রান্ত ৯২ লক্ষ ৬৩ হাজার ৭৪৩।
৪ লক্ষ ৭৫ হাজার! হ্যাঁ এই গণ্ডিটাও টপকে গিয়েছে সারা বিশ্বে নোভেল হানায় মৃত্যুর সংখ্যা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে এখন করোনার বলি ৪ লক্ষ ৭৭ হাজার ১১৭। আর মোট করোনা আক্রান্ত ৯২ লক্ষ ৬৩ হাজার ৭৪৩। যেখান থেকে আন্দাজ করে বলা যায় সংক্রমণের গতি মন্থর না হলে ১ কোটি আক্রান্ত শুধুমাত্র সময়ের অপেক্ষা।
২৪ জুন, বুধবার সকাল ৮টা পর্যন্ত, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে, করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৩৭ জন মারা গেছে এবং নতুন করে ৩ হাজার ৪৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ।
বাংলাদেশ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন, মোট মৃতের সংখ্যা এখন ১,৫৮২ এবং মৃতের হার ১ দশমিক ২৯ শতাংশ ।
ডাঃ নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৬টি পরীক্ষাগারে ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। নতুন যুক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬৩,৪৪৪ টি ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ২,০৩১ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে। জনে দাঁড়িয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৯ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৭৪৯ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ১৩ হাজার ১৭৮ জন রোগী।
চিনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও এখন করোনা খাড়ায় মাথা কাটা যাওয়ার উপক্রম আমেরিকার। ডোনাল্ড ট্রাম্পের দেশে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত ২৪ লক্ষ ২৪ হাজার ৪৯২। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৪৭৬ জনের। একে করোনা তার উপর আসন্ন নির্বাচন দুই সামলে উঠতে মার্কিন প্রেসিডেন্টকে হিমশিম খেতে হচ্ছে।
তারপরই ব্রাজিল, ফুটবলের দেশে করোনা আক্রান্ত এপর্যন্ত ১১ লক্ষ ৫১ হাজার ৪৭৯। করোনায় প্রাণ হারিয়েছেন ৫২ হাজার ৭৭১ জন। হাল খারাপ রাশিয়ারও। পুতিনের দেশে করোনা আক্রান্ত ৬ লক্ষ ৬ হাজার ৮৮১। মৃত্যু কিছুটা হলেও কম। নোভেল হানায় এদেশে প্রাণ গিয়েছে ৮ হাজার ৫১৩ জনের।
চতূর্থ স্থানে ভারত। এখানে এই মহুর্তে মোট সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৪ জন। ভারতে করোনায় প্রাণ গিয়েছে ১৪ হাজার ৪৭৬ জনের।