দ্যা ডেইলি নিউজ / ID/30 06 2020/TDNB/000170
মোট | আক্রান্ত ১৪৫,৮৮৩ জন | বর্তমান রোগী ৮৪,০১২| সুস্থ ৫৯,৬২৪ | মৃত্যু ১,৮৪৭| আইসোলেসনে ১৫,১৪৫ জন
করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনভাইরাস সংক্রমণে ৬৪ জন মারা গেছে এবং নতুন করে ৩ হাজার ৬৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ।
বাংলাদেশ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৮৩ জনে ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা এক ব্রিফিংয়ে বলেন, মোট মৃতের সংখ্যা এখন ১,৮৪৭ এবং মৃতের হার ১ দশমিক ২৭ শতাংশ ।
ডাঃ নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৬ টি পরীক্ষাগারে ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৭৬০টি । নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৮ শতাংশ। তবে, ২৪ ঘণ্টায় নমুনা বিবেচনায় শনাক্ত রোগীর হার ১৯ দশমিক ৯৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ১ হাজার ৮৪৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫৯ হাজার ৬২৪ জনে দাঁড়িয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৯৮ শতাংশ ।
নাসিমা সুলতানা জানান, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। এদের ৫১ জন হাসপাতালে মারা গেছেন, ১৩ জনের মৃত্যু হয়েছে বাড়িতে মারা গেছে ।
মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন ।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন ৩১ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৭ জন, রাজশাহী বিভাগের ৭ জন, সিলেট বিভাগের ৩ জন, এবং বরিশাল বিভাগের ৩ জন, এবং ময়মনসিং বিভাগে ৩ জন ।
২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪৪৯ জন ও ছাড় পেয়েছেন ৫৪৪ জন । এ নিয়ে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ হাজার ১৪৫ জন ।
২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২৫৪২ জন ও ছাড় পেয়েছেন ২৮৩৪ জন । তবে, কোয়ারেন্টিনে আছেন ৬৪ হাজার ৬৬৭ জন।
২৪ ঘণ্টায় স্ক্রিনিং করা হয়েছে ১৪৫০ জন, এ পর্যন্ত ৭ লাখ ৩৬ হাজার ৩৫৫ জনকে ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। গত ২২ জুন মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যায় এবং দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায় ১৮ জুন ।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী,
মোট | আক্রান্ত ১০,২৮০,৩৯৭ জন | বর্তমান রোগী ৪,১৯৪,২৯৩ জন| সুস্থ ৫,৫৮০,৯৫৯ জন | মৃত্যু ৫০৫,১৪৫ জন|
Coronavirus Cases: 10,280,397 | Deaths: 505,145 | Recovered: 5,580,959 | Active Cases: 4,194,293
২৮শে জুন বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি এবং মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ায় । গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।